মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

খতিজা স্থানীয় একটি মাজার থেকে ফেরার পথে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। পথিমধ্যে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে খতিজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খতিজা উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোহাম্মদ হানিফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে খতিজা স্থানীয় একটি মাজার থেকে ফেরার পথে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। পথিমধ্যে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এ সময় তার দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) আশরাফ সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছি। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।