ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে চান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী রোবায়েত আহম্মেদ রেজভী।
হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজভী দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহেশপুরের বাসিন্দা।
জানা যায়, রেজভীর মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। ঢাকার ডেল্টা হাসপাতালের ডাক্তারের পরামর্শে বর্তমানে তিনি বগুড়ার টিএমএসএস ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। সেখানেই তার কেমোথেরাপি চলমান রয়েছে। তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে আছেন এবং দেশের বাইরে একটি সার্জারি করতে হবে বলে জানিয়েছে চিকিৎসক।
দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে রেজভীর পরিবারের অবস্থা এখন বেশ নাজুক। আর্থিক স্বচ্ছলতা শূন্যের কোঠায়। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ যা বহন করা রেজভীর পরিবারের পক্ষে সম্ভব নয়। তাইতো মাকে বাঁচাতে সকলের সহযোগিতা চেয়েছেন রেজভী।
এ বিষয়ে জানতে চাইলে রোবায়েত আহম্মেদ রেজভী বলেন, ‘মাকে অনেকদিন হলো চিকিৎসা করাচ্ছি। দিন দিন মায়ের শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। ডাক্তাররা বলেছেন যত দ্রুতসম্ভব দেশের বাইরে নিয়ে সার্জারি করাতে হবে। জানি না শেষ পর্যন্ত কি হবে। তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আল্লাহর রহমতে আমার মাকে সুস্থ করতে চাই।’
তিনি আরো বলেন, ‘কখনো অর্থের জন্য অন্যের দ্বারস্থ হতে হয়নি, মানুষের বিপদে-আপদে যেকোনো সময় পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আজকে আমার মায়ের চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে। সকলের প্রতি আকুল আবেদন থাকবে আমার মাকে বাঁচাতে আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় বাঁচাতে পারে একজন মায়ের জীবন।’
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা : রেজভী (পার্সোনাল), বিকাশ : ০১৭৪৩-৪৪৪৪০৪, নগদ : ০১৭৪৩-৪৪৪৪০৪, রকেট :০১৮১৬৮৪৬৮৬৩৯, ব্যাংক হিসাব : ইসলামী ব্যাংক বাংলাদেশ, মো: রোবায়েত আহম্মেদ, অ্যাকাউন্ট নাম্বার : 20507776702082013
সার্ভিস ব্রাঞ্চ, পাঁচবিবি (জয়পুরহাট)।



