চাটমোহরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চাটমোহর পৌরসভায় শক্তিশালী কমিটি এবং জনবল রয়েছে। যারা দেশ ও সামাজিক কাজের জন্য ভূমিকা রাখবেন।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Pabna
দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়
দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর পৌর শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় চাটমোহর পৌর শাখার অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়ে।

চাটমোহর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও চাটমোহর পৌর শাখার সেক্রেটারি জাহিদ হাসান জুয়েলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ বদিউজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো: শহিদুল্লাহ মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বদিউজ্জামান জানান, ‘চাটমোহর পৌরসভায় শক্তিশালী কমিটি এবং জনবল রয়েছে। যারা দেশ ও সামাজিক কাজের জন্য ভূমিকা রাখবেন এবং চাটমোহর পৌর মেয়র পদপ্রার্থী শহীদুল্লাহ মাস্টারকে জিতানোর জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবেন।’