জামায়াত ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায় : অধ্যক্ষ দেলওয়ার

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়’বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
মানিকগঞ্জের সাটুরিয়ায় জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন
মানিকগঞ্জের সাটুরিয়ায় জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন |নয়া দিগন্ত

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়’বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় শূরা সদস্য এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।

সোমবার (১৪ এপ্রিল) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি বাজারে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন।

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন আরো বলেন, ‘সকল ধর্মেই ন্যায়, ইনসাফ, সত্যের পক্ষে কাজ করার জন্য প্রমোট করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সত্যের পক্ষে কাজ করে যাচ্ছে। এ কাজে অংশ নিতে জনগণকে আহ্বান করছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের মন গড়া আইন, অসৎ দুর্নীতিবাজদের শাসনই হচ্ছে মানুষের জন্য অশান্তির মূল কারণ। এর থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন অত্যন্ত প্রয়োজন। সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি, ইনসাফ হলে ঘুষ, কালো বাজারি, মজুদদারী, টেন্ডারবাজী দুর্নীতি থাকবে না। সে যখানে বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই। আমরা সব জাতিকে এক সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’

তিনি বালিয়াটি বাজার ছাড়াও ভাটারা বাজারে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই স্লোগানকে সামনে রেখে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানে অংশ গ্রহণ করে।

এ সময় বালিয়াটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো: রমজান আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিনসহ দলের নেতারা ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।