বন্দরকে দুই ভাগ করার প্রস্তাবের প্রতিবাদে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

‘একই এলাকায় দু’জন সংসদ সদস্য থাকলে দাফতরিক কাজ থেকে শুরু করে নানা কাজে ঝামেলার সৃষ্টি হবে।’

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Bandar
বন্দরে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
বন্দরে নাগরিক সংলাপ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

সংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জ -৫ আসনের (সদর-বন্দর) সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এর ফলে বন্দর এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় যুক্ত হতে যাচ্ছে। এই প্রস্তাবের প্রতিবাদে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সংলাপে তীব্র প্রতিবাদ ও আপত্তি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা।

শনিবার (২ আগস্ট) বিকেলে বন্দরের নবীগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে নাগরিক সংলাপের আয়োজন করে আমরা বন্দরবাসী নামের একটি সংগঠন।

এ সংলাপের বক্তারা বলেন, ‘একই এলাকায় দু’জন সংসদ সদস্য থাকলে দাফতরিক কাজ থেকে শুরু করে নানা কাজে ঝামেলার সৃষ্টি হবে।’

নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে আছে বন্দর থানাধীন নয়টি ওয়ার্ডসহ সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ড এবং বন্দর উপজেলার পাঁচটি ও সদরের দু’টি ইউনিয়ন। এই আসনকে (নারায়ণগঞ্জ -৫) নতুন করে শুধু সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে গঠনের প্রস্তাব করেছে ইসির কারিগরি বিভাগ। অন্যদিকে নারায়ণগঞ্জ-৩ আসন বর্তমানে শুধু সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত। নতুন প্রস্তাবে সোনারগাঁ উপজেলার সাথে এই আসনে যুক্ত করা হয়েছে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নকে।

পাঁচ ইউনিয়ন এবং সিটি করপোরেশনের নয়টি ওয়ার্ড মিলিয়ে গড়া বন্দর থানাকে দু’ সংসদীয় আসনে বিভক্ত করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা এবং নির্বাচনে আগ্রহী প্রার্থীরা। এই বিভক্তির ফলে একই থানার মানুষ পাবেন দু’জন সংসদ সদস্য। এ নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের বাসিন্দা, ভোটার ও জনপ্রতিনিধি মধ্যে প্রবল আপত্তি দেখা গেছে।

গোলাম সারোয়ার সাইদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, আনোয়ার হোসেন, মো: রাসেল মেম্বার, মনজুরুল আলম, সামসুন নাহার ময়না প্রমুখ।

বক্তারা আরো বলেন, ‘বন্দরকে দু’ ভাগ করা উচিত হবে না। এটা সরকারের ভুল সিদ্ধান্ত। এখানে বিগত সময়ে একজন এমপি ছিলেন। এখন দু’জন এমপি হবেন। অথচ থানা হচ্ছে একটি। এতে মানুষের অসুবিধা বাড়বে। এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরে শিগগির আপত্তি জানানো হবে।’