গণঅধিকার পরিষদের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক দুই সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও হাবিবে মিল্লাত মুন্নাসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরো ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে উল্লেখ রয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে আসামিরা সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লায় আব্দুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণ ঘটান আসামিরা। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। পরে তাকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয় এবং মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। আওয়ামী সরকারের আমলে জীবনের হুমকি, ভয়ভীতি ও রাজনৈতিক চাপে মামলা করা সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।