একই আসনে মির্জা ফখরুল ও দেলাওয়ার হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে জামায়াত ও বিএনপির প্রার্থীরা
ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে জামায়াত ও বিএনপির প্রার্থীরা |নয়া দিগন্ত

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রাসশক (ডিসি) ইশরাত ফারজানা।

এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এই আসনে উল্লেখিত তিন প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। গত ২৯ ডিসেম্বর ঠাকুরগাঁও রিাটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা।

এছাড়া ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, বিএনপি প্রার্থী ডা: আব্দুস সালাম, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) জেড মর্তুজা তুলা, জাতীয়পার্টির নুরন্নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক হাসান, এবি পার্টির নাহিদ রানার মনোনয়পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

তবে, এই আসনে ইসলামী আন্দোলনের রেজাউল করিম ও কমিউনিস্ট পার্টির সাহাব উদ্দিন আহাম্মেদের মনোনয়পত্র স্থগিত করা হয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, বিএনপির জাহিদুর রহমান, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ, ইসলামী আন্দোলনের মো: আল আমিন, মুসলিম লীগের খলিলুর রহমান, কমিউনিস্ট পার্টির শাহজাহান আলম, বিজেএমসির কমলাকান্ত রায়, সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

তবে, জাতীয়পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়ন।

এ সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালিউল্লাহসহ অন্য কর্মকর্তারা।