চট্টগ্রামের সাতকানিয়ায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আলমগীর, যুব উন্নয়ন কর্মকর্তা মো: সামছুদ্দিন ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব প্রমুখ।
অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ জাতির স্মরণীয় অধ্যায়। তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। উপজেলা প্রশাসন অতীতেও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।



