সাটুরিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর পর্যন্ত উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও দড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবহান এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইয়াকুব আলী।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমানকে গোলড়া সন্ত্রাসবিরোধী মামলা এবং অপর দুইজনকে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগুন দেয়ার মামলায় আটক দেখিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।