চুয়াডাঙ্গা সদর উপজেলার বিল থেকে মুজাম্মেল হক (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) সকালে ওই উপজেলার গাইটঘাট গ্রামের ফতুরগাড়ী মাঠে এ ঘটনা ঘটে।
মুজাম্মেল চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝে মাঝে বাড়ি থেকে নিখোঁজ হতেন। শনিবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা বিলের পানিতে তার লাশ দেখতে পান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মুজাম্মেল নিখোঁজ হওয়ার পরদিন তার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রক্রিয়াধীন।



