জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার মৃত্যু

শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
মরহুম মো: রফিকুল ইসলাম।
মরহুম মো: রফিকুল ইসলাম। |নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাস্টেট দফতরের পরিচালক মো: রফিকুল ইসলাম (৫৮) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৩টায় রাজধানীর উত্তরা ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ শুক্রবার সকাল ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তার স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।

মো: রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।