তাড়াশে মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষ, হতাহত ৩

রোববার ভোর সাড়ে ৪টার দিকে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের আমশড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajgonj
তাড়াশ থানা
তাড়াশ থানা |সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে নছিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঈমান আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত এবং দু’জন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের আমশড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঈমান আলী উপজেলার ক্ষুদ্র মাধাইনগর গ্রামের বাসিন্দা এবং আহত দু’জন হলেন মোটরসাইকেলের যাত্রী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা সিফাত (২১) ও শামীম সরকার (২৯)। তাদের মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ হাসপাতালের উপ-সহকারী মেডিক্যাল অফিসার কাজলী খাতুন জানান, ঈমান আলী তার ভাড়া করা মোটরসাইকেলে করে দুই যাত্রীকে নিয়ে সলঙ্গা থেকে তাড়াশের দিকে আসছিলেন। আমশড়া নামক স্থানে পৌঁছালে একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিলে চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।