সালথায় স্বেচ্ছাসেবক লীগের নেতার ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ

দুপুরে নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
ফেসবুক পোস্ট
ফেসবুক পোস্ট |নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা নজরুল ইসলাম নয়ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নজরুল ইসলাম নয়ন ওই উপজেলার সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

নজরুল ফেসবুকে লিখেন, ‘আমি নজরুল ইসলাম নয়ন। আমি সালথা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে আমি ‘স্ব-ইচ্ছায় ও সজ্ঞানে’ উক্ত পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সাথে আমার কোনো সম্পর্ক নেই।