পূর্বাচলে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নারায়নগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
পূর্বাচলে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
পূর্বাচলে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ |নয়া দিগন্ত

নারায়নগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মৃদুল নামে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো একজন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পূর্বাচল ৯ নম্বর সেক্টরের জলসিড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি মোটরসাইকেল তিনশ’ ফিট সড়কে জলসিড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সাউথ আফ্রিকা ফেরত মৃদুল ও তার বন্ধু আহম্মদ।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃদুলকে মৃত বলে ঘোষণা করে।

গুরুতর আহত আহম্মদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।