জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দশানী ও জিঞ্জিরাম নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহ জহুরুল হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে তিনি সাধুরপাড়া ইউনিয়নের বাঙালপাড়া ও কুতুবেরচর এলাকায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও নদী ভাঙনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, নদী ভাঙনের ফলে বাঙালপাড়া ও কুতুবেরচর গ্রামে প্রায় ৫০ থেকে ৭০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে অর্ধশতাধিক বাড়ি হুমকির মুখে রয়েছে।
ইউএনও মো: শাহ জহুরুল হোসেন বলেন, ‘নদী ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুত জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভাঙনের ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ নদী ভাঙনের শিকার না হয়।’
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, ইউনিয়ন পরিষদের সদস্য আক্রমণ হোসেন, শেখ ফরিদ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।