টঙ্গীতে আট টুকরো লাশের মাথা উদ্ধার

রোববার প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে র‌্যাব

শনিবার (৯ আগস্ট) টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রোডের জনৈক সাদেকের বাসার টয়লেটের ফলস ছাদ থেকে সেটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পূর্ব থানার ওসি মো: ফরিদুল ইসলাম।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Tongi

গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত ভ্রমণব্যাগে পাওয়া মথাবিহীন আট টুকরো লাশের মাথা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রোডের জনৈক সাদেকের বাসার টয়লেটের ফলস ছাদ থেকে সেটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পূর্ব থানার ওসি মো: ফরিদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিকশাচালক বাপ্পিকে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে আসামি সাদেকের বাসার সন্ধান পাওয়া যায়। পলাতক সাদেককে শনিবার চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করেছে ‍র‌্যাব। রাতেই সাদেককে নিয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে র‌্যাবের।

এর আগে শুক্রবার সকালে টঙ্গী পূর্ব থানার কাছে স্টেশন রোডের হাজি বিরিয়ানী দোকানের সামনে থেকে একটি পরিত্যক্ত ভ্রমণব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মানবদেহের আট খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। পরে আঙ্গুলের ছাপে তার পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহতের নাম অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

এদিকে, সম্পূর্ণ ক্লুলেস এ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন সম্পর্কে রোববার সকাল ১১টায় র‌্যাব-১ কার্যালয়ে প্রেস ব্রিফিং হবে বলে জানিয়েছেন অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান।

Topics