পাঁচবিবিতে দুস্থদের মাঝে সৌদি সরকারের উপহারের গোস্ত বিতরণ

উপজেলার ৬৫টি এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম ও পরিচালকের কাছে সৌদি সরকারের পাঠানো ১৭৬ পিস দুম্বার গোস্ত বিতরণ করা হয়।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

Location :

Joypurhat
দুস্থদের মাঝে সৌদি সরকারের উপহারের দুম্বার গোস্ত বিতরণ
দুস্থদের মাঝে সৌদি সরকারের উপহারের দুম্বার গোস্ত বিতরণ |নয়া দিগন্ত

জয়পুরহাটের পাঁচবিবিতে এতিম ও দুস্থদের জন্য বিভিন্ন এতিখানায় সৌদি সরকারের পাঠানো উপহার দুম্বার গোস্ত বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা চত্বরে প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে বিভিন্ন এতিমখানার মুহতামিমের কাছে এসব গোস্ত হস্তান্তর করেন উপজেলা কর্মকর্তা সেলিম আহমেদ।

প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার ৬৫টি এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম ও পরিচালকের কাছে সৌদি সরকারের পাঠানো ১৭৬ পিস দুম্বার গোস্ত বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু বকর সিদ্দিক, প্রেস ক্লাবের সভাপতি সাবেক অধ্যাপক আজাদ আলী ও প্রকল্প অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।