শ্রীবরদীতে শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়ে আছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রধান শিক্ষককে সাথে নিয়ে পরীক্ষা শুরু করেন।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sherpur
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও |নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শ্রীবরদী উপজেলার শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি পরীক্ষা শুরু করেন।

জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ১৯৬টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচির ঘোষিত দাবি আদায়ের জন্য বুধবার থেকে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন করেছেন। ওই কর্মসূচি বাস্তবায়নে বৃহস্পতিবার উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দেন শিক্ষকরা।

এ সময় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়ে আছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন। পরে শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রধান শিক্ষককে সাথে নিয়ে পরীক্ষা শুরু করেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুনজুরুল হক জুয়েল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরন নবী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সহমত প্রকাশ করেন। তবে দাবি আদায়ের নামে পরীক্ষা বন্ধ করে কোমলমতি শিশুদের শিক্ষাজীবন নিয়ে এমন কর্মসূচি পালন করতে নিষেধ করেন এবং প্রশাসনিক প্রদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। পরে আন্দোলনরত শিক্ষকরা পরীক্ষা বন্ধ রাখার কর্মসূচি থেকে সরে আসেন।

এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ করে দাবি আদায়ের নামে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়ায় অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা অভিভাবক মিজান উদ্দিনসহ অনেকেই বলেন, হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়ায় শিশুরা মানসিক চাপের মধ্যে রয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুনজুরুল হক জুয়েল বলেন, ‘সহকারী শিক্ষকরা তাদের দাবি আদায়ে আন্দোলনে আছেন। তবে তালা ঝুলিয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দাবি আদায় করবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। ইউএনও মনীষা আহমেদ স্যারের হস্তক্ষেপে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল জরুরি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষায় ফেরার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। একইসাথে কর্মবিরতি বা শাট ডাউন অব্যাহত রেখে বার্ষিক পরীক্ষা বন্ধ করে কোমলমতি শিশুদের

শিক্ষাজীবন নিয়ে এমন কর্মসূচি পালন করতে নিষেধ করেন এবং প্রশাসনিক প্রদক্ষেপ গ্রহণ করার কথা বলেন।’