গাংনীতে বিএনপির হামলায় ৪ জামায়াত কর্মী আহত

রোববার সকালে বিএনপি কর্মী জামাল উদ্দিনের নেতৃত্বে জামায়াত কর্মীদের উপর হামলা চালিয়ে চারজনকে আহত করা হয়।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা জামায়াত হামলার বিষয় তুলে ধরে
সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা জামায়াত হামলার বিষয় তুলে ধরে |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মীদের হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা জামায়াত এ অভিযোগ জানায়।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের গাংনী উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আহতরা হলেন- স্থানীয় রবিউল ইসলাম রুবেল, আলাউদ্দিন বাবলু, সোহরাব হোসেন ও তার ছেলে শিশির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আমির মো: রবিউল ইসলাম। সম্মেলনে অভিযোগ করা হয়, রোববার সকালে বিএনপি কর্মী জামাল উদ্দিনের নেতৃত্বে জামায়াত কর্মীদের উপর হামলা চালিয়ে চারজনকে আহত করা হয়। পরে তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানায় নেতাকর্মীরা।

এ সময় জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর আমির আহসানুল হক, পৌর সেক্রেটারি জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সচিব শফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েম ও পৌর জামায়াতের আইন সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনায় দোষীদের বিরুদ্ধে গাংনী থানায় অভিযোগ করা হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়।