নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে প্রশাসন : নুরুল ইসলাম সাদ্দাম

‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য প্রশাসনের যে তৎপরতা থাকার কথা ছিল সেখানে আমরা নানাবিধ দুর্বলতা লক্ষ্য করছি। ওসমান হাদিসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে, এতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা আশানুরুপ না।’

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে কথা বলছেন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে কথা বলছেন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে প্রশাসন। ইতোমধ্যেই একটি পক্ষের দিকে নুয়ে পড়েছে প্রশাসন, তাদের এহেন কার্যকলাপ দেশের মানুষ কখন মেনে নেবে না।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ও অন্য সমমনা দলগুলোর পক্ষ থেকে বারংবার ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দেয়ার দাবি জানানো হয়েছে কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে উদাসিনতা দেখাচ্ছে। নির্বাচন কমিশনের এই ভূমিকা অব্যাহত থাকায় নির্বাচনকে আরো প্রশ্নবিদ্ধ করে তুলছে।’

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া হাজী শরীয়তুল্লাহ অ্যাকাডেমি মিলনায়তনে ছাত্র শিবিরের সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

শিবির সভাপতি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য প্রশাসনের যে তৎপরতা থাকার কথা ছিল সেখানে আমরা নানাবিধ দুর্বলতা লক্ষ্য করছি। ওসমান হাদিসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে, এতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা আশানুরুপ না।’

তিনি বলেন, ‘জুলাই-পরবর্তী দেশ চাঁদাবাজ ও টেন্ডারবাজিমুক্ত হবে, কিন্তু না ফ্যাসিবাদের চরিত্র এখন আমাদের দেখতে হচ্ছে। প্রশাসনের সর্বত্র আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আসে। তাদের ব্যাপারে সরকার নির্বিকার।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দর, কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজাসহ ছাত্র শিবিরের নেতাকর্মীরা।