বগুড়ায় সারজিস আলমের সভা লক্ষ্য করে ককটেল হামলা

পুলিশের গাফিলতির অভিযোগ এনসিপির

আজ সোমবার বিকেল ৩টায় পূর্বনির্ধারিত কর্মসূচি মোতাবেক এনসিপির জেলা শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করতে সারজিস আলম বগুড়ায় আসেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ায় এনসিপি কার্যালয় উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সারজিস আলম
বগুড়ায় এনসিপি কার্যালয় উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সারজিস আলম |নয়া দিগন্ত

বগুড়া শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সভা লক্ষ্য করে ককটেল হামলা হয়েছে। এসময় কেউ আহত না হলেও এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এ জন্য এনসিপি নেতারা পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন।

বগুড়া জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য শওকত ইমরান অভিযোগ করেন, আজ সোমবার বিকেল ৩টায় পূর্বনির্ধারিত কর্মসূচি মোতাবেক এনসিপির জেলা শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করতে সারজিস আলম বগুড়ায় আসেন। এরপর তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে সামান্য দূরের জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় কমিটির সভায় অংশ নেন। সেখানে কেন্দ্রীয় নেতা সাকিব মাহদীসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন। বিকেল ৪টার দিকে একদল সন্ত্রাসী জেলা পরিষদ মিলনায়তনের সভা লক্ষ্য করে জেলা পরিষদ অফিস চত্বরে পর পর দুটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় চারদিকে আতঙ্ক সৃষ্টি হয়। এনসিপি নেতারা মিলনায়তন থেকে নিচে নেমে আসেন।

এসময় সারজিস আলম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। প্রশাসনের গাফিলতির কারণে এমনটা ঘটেছে। কারণ এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে বগুড়া জেলা প্রশাসন ব্যর্থ হয়েছে।’

পরে পুলিশের কড়া পাহারায় সারজিস আলমসহ নেতার্মীরা জেলা পরিষদ ত্যাগ করেন। এসময় জজকোর্ট, এসপি অফিস, ডিসি অফিসসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সদর থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।