ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তের খোশালপুর এলাকায় ইছামতি নদী থেকে জুয়েল রানা (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত জুয়েল রানা খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে। তবে জুয়েল রানা মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিজিবি জানায়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘বুধবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে শূন্য লাইন থেকে দুই শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে খোশালপুর মাঠের জমি থেকে ঘাস কাটতে যায় জুয়েল রানা। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার সকালে তার পরিবারের সদস্যরা বিষয়টি বিজিবিকে জানায়, এরপর বিজিবি সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করে। কিছুক্ষণ পর ভারতের সীমান্তবর্তী ইছামতি নদীর কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার লাশ পাওয়া যায়। এ সময় ওই এলাকায় নদীপাড়ের কৃষি জমিতে তার ব্যবহৃত শার্ট-প্যান্ট পাওয়া যায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে কোনো কারণে নদীর পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ‘দুপুরে খবর পেয়ে আমরা সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি স্থানে জুয়েল রানার লাশ দেখতে পাই।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’



