মাদারীপুরে ইজিবাইককে বাসের চাপা : নিহত ৫

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মস্তফাপুর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
দুর্ঘটনাকবলিত বাস এবং উদ্ধার তৎপরতা
দুর্ঘটনাকবলিত বাস এবং উদ্ধার তৎপরতা |নয়া দিগন্ত

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় বাসটিরই হেলপার ও ইজিবাইকের যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মস্তফাপুর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

নিহতের মধ্যে পান্নু মুন্সী নামে সার্বিক পরিবহনের এক হেলপার ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শাহ আলমের ছেলে রুমানের পরিচয় পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেট এলাকায় এলে একটি ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছেন অনেকেই।

আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুল আল রশিদ জানান, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’