বরিশালে একদিনে পৃথক ২ আগুনের ঘটনা

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
শর্ট সার্কিট থেকে আগুন
শর্ট সার্কিট থেকে আগুন |ফাইল ছবি

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এবং নগরীর পুলিশ লাইন রোডের বিএস টাওয়ারে পৃথক দু’টি আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের অভিযানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উভয় ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ‘র‍্যাগ ডে’ অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের ভেতরে একটি জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের শিক্ষক অলক সরকার বলেন, ‘অনুষ্ঠানের সময় আগুন লাগায় শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: ফারুক হোসেন সিকদার জানান, আগুনে একটি প্যানেল বোর্ড পুড়ে গেছে। তবে জেনারেটর ও বিদ্যুৎ টেনসোমিটার অক্ষত রয়েছে। বিস্তারিতভাবে পর্যালোচনা শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

এর আগে, একই দিন সকালে বরিশাল নগরীর পুলিশ লাইন রোডে অবস্থিত বিএস টাওয়ারের সপ্তম তলায় একটি পার্লারে আগুনে লাগে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাতেও কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, উভয় ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।