মহান বিজয় দিবস উপলক্ষে ডিবেটিং সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ‘ভিক্টরি স্পিরিট ডিবেট ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, মূল প্রতিযোগিতার পূর্বে ১৪ ডিসেম্বর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। একই দিনে রাউন্ড সিক্সটিন পর্বের মাধ্যমে সেমিফাইনালে উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।
ডিবেটিং সোসাইটি অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও এই প্রোগ্রামের উদ্যোক্তা কিশোরগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. কর্নেল জিহাদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক নয়াদিগন্ত।
প্রফেসর জেহাদ খান বলেন, ‘নৈতিকতা ও আদর্শভিত্তিক বিতর্কচর্চা শিক্ষার্থীদের নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্বে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অনুষ্ঠানে উপস্থিত ‘ডিবেটিং সোসাইটি অব বাংলাদেশের কো-অর্ডিনেটর তানভীর ভূঁইয়া বলেন, ‘নৈতিকতা-সমৃদ্ধ বিতার্কিক তৈরির লক্ষ্যেই আমরা এই আয়োজন পরিচালনা করছি।’
তিনি আরো জানান, ‘এই বিতর্ক উৎসব সফল করতে আমরা টানা চার মাস ধরে নিরলসভাবে পরিশ্রম করেছি। আমরা আশাবাদী, এই আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের মাঝে বিতর্কচর্চা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।



