ভারতে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ রাখা হয়েছে।
বুধবার (২১ মে) বাংলাদেশী মাছ রফতানিকারকরা ভারতে মাছ পাঠায়নি। তবে বৃহস্পতিবার পুনরায় মাছ রফতানির সম্ভবনা রয়েছে বলে জানা গেছে।
মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, ভারতে ডলারের দাম বেড়ে যাওয়ায় বুধবার মাছ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিষ্পত্তি হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের ভারতে মাছ রফতানি হওয়ার সম্ভবনা রয়েছে বলেও তিনি জানান।
এদিকে গত তিন দিন ধরে বন্দরের ব্যাবসায়িক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। ভারত ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা দ্রুততম সময়ে এর সমাধান দাবি করেছেন।
ব্যবসায়ীরা জানায়, বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয় ও কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র আমদানি করবে না বলে ভারত জানিয়ে দিয়েছে। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাবপত্র বাদে বাকি সকল ধরনের পণ্য আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে রফতানি হয়। তবে মাছ রফতানি আগের মতো স্বাভাবিক রয়েছে।
ভারতের নিষেধাজ্ঞার কারণে শতকরা ৩০ ভাগের বেশি রফতানি বাণিজ্য কমে আসবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। এতে তাদেরকে লোকসানের মুখে পড়তে হবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন জানান, ‘ভারতে ডলারের দাম বেড়েছে। এজন্য মাছ রফতানি বন্ধ রাখা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করব।’