যশোরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
ডিবি পুলিশের সাথে তিতাস উদ্দিন
ডিবি পুলিশের সাথে তিতাস উদ্দিন |নয়া দিগন্ত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার সহসভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের শাহ আলমের ছেলে।

ডিবি পুলিশের ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পান, তিতাস তার বাড়িতে অবস্থান নিয়ে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। এরপর তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।