ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটে সর্বস্তরের ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটই হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের শক্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর লক্ষে শনিবার বিকেলে রাঙ্গামাটির এক সুধী সমাবেশে এ আহ্বান জানান তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এ মতবিনিময় সভা।
সুপ্রদীপ চাকমা বলেন, ‘সরকার ও উপদেষ্টারা সারা দেশে নির্বাচন ও গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার পথ আরো সুগম হবে। রাষ্ট্র বিনির্মাণে এটি আমাদের সম্মিলিত দায়িত্ব।’
তিনি বলেন, গণভোটে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্নগুলো সহজ নয়। অনেকের পক্ষেই বোঝা কঠিন। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত ‘হ্যাঁ’ অথবা ‘না’। আমরা চাই ইতিবাচক পরিবর্তন। তাই গণভোটে ‘হ্যাঁ’ বলার পক্ষে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরো বলেন, ভোটার দেখে বা না দেখেই যেভাবেই ভোট দিক, গণভোটে ‘হ্যাঁ’ তে সিল দেয়াই হবে মূল কাজ। ভোটারদের এ বিষয়ে সচেতন করাই প্রশাসন ও সংশ্লিষ্টদের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রের অবকাঠামো গঠন একা সম্ভব নয় উল্লেখ করে সুপ্রদীপ চাকমা বলেন, ‘সবাইকে একসাথে কাজ করতে হবে। সমবেত প্রচেষ্টায়ই দেশকে এগিয়ে নেয়া সম্ভব।’
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পুলিশ সচিব মো: মনিরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিক ইমাম, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা: নুয়েন খীসা, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে গণভোট ২০২৬, সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে স্লোগানে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।



