চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার পরিচালনা কমিটি গঠন

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইবরাহীমের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম সামছুদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমির মো: মাহফুজুর রহমান।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার পরিচালনা কমিটি গঠন
চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার পরিচালনা কমিটি গঠন |নয়া দিগন্ত

বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহম্মদ ইবরাহীমকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, গালফ ট্রাভেলস’র ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ শাহআলমকে সহ-সভাপতি করে কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যরা হলেন সদস্য সচিব (পদাধিকার বলে) অধ্যক্ষ মাওলানা এ কে এম সামছুদ্দীন, বিদ্যুৎসাহী সদস্য মুহা: রফি উদ্দিন সিদ্দিকী, মো: শাহ আলম ও জয়নাল আবদিন পাটোয়ারি, প্রতিষ্ঠাতা সদস্য জালাল উদ্দিন আহমদ ভূঁইয়া, দাতা সদস্য মো: জাহাঙ্গীর হোসেন ভিপি, অভিভাবক সদস্য মো: দেলোয়ার হোসেন, নুরুল আমিন ও লেয়াকত আলী শিকদার, শিক্ষক প্রতিনিধি মো: আলমগীর হোসেন, মো: রাজি বিল্লাহ ও মো: জামাল উদ্দিন এবং চিকিৎসক প্রতিনিধি ডা: শহিদুল ইসলাম রিপন।

সোমবার (৪ আগস্ট) সকালে মাদরাসার অফিস কক্ষে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইবরাহীমের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম সামছুদ্দীনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো: মাহফুজুর রহমান, নব গঠিত পরিচালনা কমিটিরসহ সহ সভাপতি মোহাম্মদ শাহআলম, বিদ্যুৎসাহী সদস্য মুহা: রফি উদ্দিন সিদ্দিকী, জয়নাল আবদিন পাটোয়ারি, দাতা সদস্য মো: জাহাঙ্গীর হোসেন ভিপি প্রমুখ।

নতুন কমিটির সভাপতি ও সহ-সভাপতি সহ অন্য সদস্যদেরকে মাদরাসার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।