ভালুকায় হত্যাচেষ্টা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

ভালুকা মডেল থানার এসআই নুরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোহাদ মিয়া একটি মামলার এজাহার নামীয় আসামি।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)
রোহাদ মিয়া
রোহাদ মিয়া

ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রোহাদ মিয়াকে (২৪) হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। মডেল থানা পুলিশ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। তিনি ভালুকা পৌরসভার কোর্টভবন এলাকার রুহুল আমীন মীর্জ্জার ছেলে।

জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ এলাকার মো: হান্নান মিয়ার ছেলে ছাত্রদল নেতা হাসান শান্তকে (১৯) পৌরসভার গ্যাস লাইন এলাকায় পথরোধ করে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করা হয়। খোঁজ পেয়ে পরিবারের লোকজন আহত শান্তকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত শান্ত’র মা নাহিদা আক্তার বাদি হয়ে ভালুকা মডেল থানায় গ্রেফতারকৃত ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রোহাদ মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম আরো ৮-১০ জনকে আসামি করে মামলা করেন। এদিকে গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) ওই হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতার দাবিতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের একাংশ মানববন্ধন কর্মসূচি পালন করে।

ভালুকা মডেল থানার এসআই নুরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোহাদ মিয়া একটি মামলার এজাহার নামীয় আসামি।