মির্জাপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ শুরু

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে মির্জাপুরে সাতদিন ব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ শুরু হয়েছে।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
মির্জাপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ শুরু
মির্জাপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ শুরু |নয়া দিগন্ত

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে মির্জাপুরে সাতদিন ব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ শুরু হয়েছে। সপ্তাহের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রদর্শনীতে বিভিন্ন সেবা ও বিক্রয়ের জন্য ৩০স্টল বসানো হয়।

প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক শামসুল ইসলাম সহিদ, আলোচনা সভায় উপজেলার পশু চিকিৎসক, বিভিন্ন বাণিজ্যিক ফার্মের সত্যাধিকারী, খামারী, সাংবাদিক ও কৃষকরা অংশ নেন। প্রদর্শনী আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।