হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে জুলাই যোদ্ধাদের মতবিনিময়

সভায় জুলাই যোদ্ধারা হাতিয়ার বিভিন্ন সরকারি দফতরে অনিয়ম, হয়রানি, সড়ক ও সেতু নির্মাণে নিম্নমানের কাজ, মাদকের অবাধ ব্যবহার, চর দখল ও অবৈধ বালু উত্তোলনসহ নানা অনিয়মের বিষয় তুলে ধরেন।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Noakhali
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে জুলাই যোদ্ধাদের মতবিনিময়
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে জুলাই যোদ্ধাদের মতবিনিময় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়ায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন, হাতিয়া নৌবাহিনী কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার শেখ আখতার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, সমাজসেবা কর্মকর্তা ছালাহ উদ্দিন সিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী দাস ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম উপস্থিত ছিলেন।

সভায় আহত জুলাই যোদ্ধাদের মধ্যে মো: সাদ্দাম হোসাইন, আতিকুল ইসলাম লিটন, আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, শহীদের বাবা জামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর হাতিয়া পৌর নেতা তাওফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা ইসমাইল হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নিয়ামত উল্লাহ নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নির্বাচনের সময় হাতিয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও আহত যোদ্ধাদের একযোগে কাজ করতে হবে। সহিংসতা রোধ ও নিরাপত্তা বিধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

সভায় জুলাই যোদ্ধারা হাতিয়ার বিভিন্ন সরকারি দফতরে অনিয়ম, হয়রানি, সড়ক ও সেতু নির্মাণে নিম্নমানের কাজ, সামাজিক নিরাপত্তার ভাতা বিতরণে কারসাজি, মাদকের অবাধ ব্যবহার, চর দখল ও অবৈধ বালু উত্তোলনসহ নানা অনিয়মের বিষয় তুলে ধরেন। দ্বীপ উপজেলার সব উন্নয়ন ও অগ্রগতির অন্তরায়ের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।