দিরাইয়ে প্রান্ত দাসের ঘাতক শাকিল গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে প্রান্ত দাসের খুনি শাকিল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

ইমরান হোসাইন, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
গ্রেফতার ঘাতক শাকিল মিয়া
গ্রেফতার ঘাতক শাকিল মিয়া |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দিরাইয়ে প্রান্ত দাসের খুনি শাকিল মিয়াকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) নিহতের ভাই পলাশ দাস ঘাতক শাকিলসহ তার পরিবারের পাঁচজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন। মামলা নম্বর ১০ তারিখ ২৭-৪-২০২৫ ইং।

গ্রেফতার শাকিল মিয়া তল বাউসি গ্রামের চান মিয়ার ছেলে।

জানা যায়, তুচ্ছ ঘটনার জেরে শনিবার সন্ধ্যার দিকে শাকিলের টেটার আঘাতে প্রান্ত দাস নিহত হয়। সে উপজেলার তল বাউসি গ্রামের সেবক দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় নিহতের ঘটনায় রাতের কোনো এক সময় আসামি শাকিলের বসত ঘর পুড়িয়ে দিয়েছে নিহত প্রান্ত দাসের স্বজনরা।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রান্ত দাসের খুনি শাকিলকে শনিবার রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।’