রংপুর-৩ আসনে জিএম কাদেরসহ ৭ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল

আসনটিতে মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে তিনজনের বাতিল এবং সাতজনের মনোয়ন বৈধ হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
মনোনয়নপত্র যাচাই-কার্যক্রম
মনোনয়নপত্র যাচাই-কার্যক্রম |নয়া দিগন্ত

রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কদেরসহ সাতজনের মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২ জানুয়ারি) রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে রংপুর ৩ আসনের যাচাই-বাছাই কার্যক্রম। আসনটিতে মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে তিনজনের বাতিল এবং সাতজনের মনোয়ন বৈধ হয়।

যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মোহাম্মদ এনামুল আহসান জানান, আরপিও অনুযায়ী একভাগ ভোটে অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, হোল্ডিং ট্যাক্স এর টাকা পরিশোধ না করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদীর আনোয়ার হোসেন বাবলু এবং টেলিফোন বিলের বকেয়ার কারণে গ্রেফতারি পরোয়ানা থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজুর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া এই আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির জিএম কাদের, বিএনপির সামসুজ্জামান সামু জামায়াতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

রিটা রহমান এর আগের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। মনোনয়ন চেয়ে না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তা আরো জানিয়েছেন, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতায় সন্তুষ্ট হওয়ার কথাও জানান তিনি।

এখন পর্যন্ত মোটা দাগে আচরণ বিধি লংঘনের কোনো অভিযোগ বা তথ্য নেই জানিয়ে রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আচরণবিধি ফলো করছেন। একটি গ্রহনযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন করা হয়েছে। তিনি ভোটার ও প্রার্থীদের সহযোগিতা চান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রংপুর এক ও দুই আসনের যাচাই-বাছাইয়ে ১৩ জন প্রার্থী বৈধ হয়। এক আসরে জাতীয় পার্টির মঞ্জু মালির দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়ন বাতিল হয়।