আড়াইহাজরে সরকারি রাস্তায় অবৈধ ভবন, অভিযান শেষে খুলল জনপথ

স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। একজন বাসিন্দা তানভির আহমেদ বলেন, ‘রাস্তা বন্ধ থাকায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে সমস্যা হতো। প্রশাসনের এই কাজের ফলে আমরা স্বস্তি বোধ করছি।’

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজরে সরকারি রাস্তায় অবৈধ ভবন, অভিযান শেষে খুলল জনপথ
আড়াইহাজরে সরকারি রাস্তায় অবৈধ ভবন, অভিযান শেষে খুলল জনপথ |ছবি : নয়া দিগন্ত

আড়াইহাজারের গোপালদী পৌরসভার ৬নং ওয়ার্ডের টোকসাদী এলাকা থেকে গোপালদী কলেজপাড়া কলেজ পর্যন্ত সরকারি রাস্তার একটি অংশের ওপর অবৈধভাবে নির্মাণ করা একটি বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোপালদী পৌর প্রশাসক নঈম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, মোকাররম গং গত তিন দিন ধরে রাস্তা মাঝ বরাবর কেটে এই অবৈধ নির্মাণকাজ চালিয়ে আসছিলেন।

টোকসাদী থেকে গোপালদী কলেজ পর্যন্ত এই রাস্তা ২০১৭-১৮ সালে গোপালদী পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয়েছিল। সরকারি এই রাস্তা এলাকার জনসাধারণের চলাচল ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিযানকালে পুলিশ এবং গোপালদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন। নির্মাণাধীন পিলার ভেঙে ফেলা হয়, রাস্তা পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং রাস্তার ওপর ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। এছাড়া বিল্ডিং নির্মাণের সকল মালামাল জব্দ করা হয়।

স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। একজন বাসিন্দা তানভির আহমেদ বলেন, ‘রাস্তা বন্ধ থাকায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে সমস্যা হতো। প্রশাসনের এই কাজের ফলে আমরা স্বস্তি বোধ করছি।’

সহকারী কমিশনার (ভুমি) নঈম উদ্দিন জানান, সরকারি রাস্তার ওপর কোনো প্রকার অবৈধ নির্মাণ সহ্য করা হবে না এবং নিয়মিত মনিটরিং চালিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখা হবে।