সিংগাইরে ইসলামী ব্যাংক শাখায় আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন।
সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন। |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে ইসলামী ব্যাংক পিএলসি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৬ই নভেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ব্যাংকের ম্যানেজার মো: রমজান আলী।

তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ব্যাংকের আটটি কম্পিউটার, দু’টি প্রিন্টার, তিনটি এসি ও ফার্ণিচারসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস, থানা- পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।’

সিংগাইর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো: মহিবুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

এ ঘটনায় সোমবার সকালে ইসলামী ব্যাংকের ঢাকা নর্থজোন প্রধান এবং সিনিয়র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব এ কে এম মাহবুব মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট শাখার গ্রাহকদের বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন শাখা ব্যবস্থাপক মো: রমজান আলী।