নোয়াখালীতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই গ্রেফতার

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার তুলাচারা গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আবু বকর ছিদ্দিককে নৃশংসভাবে কুপিয়ে জখম করেন ছোট ভাই হারুনুর রশিদ। গুরুতর আহত অবস্থায় আবু বকর ছিদ্দিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
বড় ভাইকে হত্যার দায়ে গ্রেফতার ছোট ভাই হারুনুর রশিদ
বড় ভাইকে হত্যার দায়ে গ্রেফতার ছোট ভাই হারুনুর রশিদ |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের চাঞ্চকর বড় ভাই আবু বকর ছিদ্দিক হত্যার ঘটনায় ছোট ভাই হারুনুর রশিদকে (৫৫) ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পুলিশ তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে, গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে ফেনী জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার তুলাচারা গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আবু বকর ছিদ্দিককে নৃশংসভাবে কুপিয়ে জখম করেন ছোট ভাই হারুনুর রশিদ। গুরুতর আহত অবস্থায় আবু বকর ছিদ্দিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১১ ও সিপিসি-৩, নোয়াখালী এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও আভিযানিক তৎপরতার একপর্যায়ে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী-এর যৌথ আভিযানিক দল গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে ফেনী জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত মূল আসামি হারুনুর রশিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার হারুনুর রশিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।