পোরশায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

উপজেলার দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ৫০টাকা কেজি দরে ৫২৫ মেট্রিকটন চাল এবং ৩৪ টাকা কেজি দরে ১৩৬ মেট্রিকটন আমন ধান ক্রয় করা হবে।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
পোরশায় আমন ধান ও চাল সংগ্রহ।
পোরশায় আমন ধান ও চাল সংগ্রহ। |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ আমনধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ওসিএলএসডি রিয়াজুল হক, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা চাউল কল মিল মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবার উপজেলার দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ৫০টাকা কেজি দরে ৫২৫ মেট্রিকটন চাল এবং ৩৪ টাকা কেজি দরে ১৩৬ মেট্রিকটন আমন ধান ক্রয় করা হবে।

Topics