নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপস খুলে চটকদারী বিজ্ঞাপন দিয়ে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে ৩৮লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে নীলফামারি জেলা থেকে এদের গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ।
এসময় গ্রেফতারদের নিকট থেকে নগদ তিন লাখ টাকা, বিপুল পরিমাণ জাল ভিসা, বিমানের ১০টি জাল টিকিট, চারটি চেক বই, বিভিন্ন মোবাইল কোম্পানির ১৫টি সিমকার্ড, ২টি ভিসা কার্ড, একটি ল্যাপটপ ও তিনটি খালি স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- প্রতারক চক্রেটির মূলহোতা নীলফামারী জেলার সদর থানার খোকশাবাড়ীর ডোলাপারার মো: আফতারুলের ছেলে মোহাম্মদ এনামুল হক ওরফে আব্দুস সাত্তার(৩৫) একই এলাকার মো: ছলেউদ্দিনের ছেলে মো: আবুল কালাম ওরফে আশরাফ ওরফে রেজাউল করিম(৩০) এবং মরহুম হাবিবুর রহমানের ছেলে মো: ইসলাম ওরফে পরাণকে (২৯) গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে আ্যাপস খুলে জন প্রতি ১২লাখ টাকার বিনিময়ে ৪৫ দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার বিজ্ঞাপন প্রচার করে। এতে ভুক্তভোগী মো: আওলাদ হোসেনসহ অপর চারজন অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে সম্মত্তি প্রকাশ করে প্রতারক চক্রের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে প্রতারিত চারজন তাদেরকে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারক চক্রকে ৩৮লাখ প্রদান করে। এক পর্যায়ে প্রতারক চক্রটি প্রতারিত ভুক্তভোগী চারজনের সাথেই যোগাযোগ বন্ধ করে দেয়। এতে করে প্রতারিতদের মধ্যে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা সীমান্তের বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মরহুম আলী মিয়ার ছেলে মো: আওলাদ হোসেন বাদি হয়ে নারায়নগঞ্জ চিফ জুডিশিয়াল আমলী ২নম্বর আদালতে মামলার জন্য আবেদন করেন। আদালত ফতুল্লা মডেল থানাকে মামলাটি রেকর্ড করার জন্য নির্দেশ প্রদান করলে ফতুল্লা মডেল থানা পুলিশ আবেদনটি মামলা হিসেবে রেকর্ড করেন। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নন্দন সরকার তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে চিহ্নিত করে অবস্থান নিশ্চিত হয়ে রোববার ভোর সকালের দিকে নীলফামারীস্থ নিজ বাড়ী থেকে এজাহার নামীয় আসামি মো: এনামুল হক ওরফে আব্দুল সাত্তার, মো: আবুল কালাম ওরফে আশরাফ ওরফে রেজাউল করিম এবং তদন্ত স্বাপেক্ষে প্রতারনার সাথে জড়িত থাকার অভিযোগে মো: ইসলাম ওরফে পরাণকে গ্রেফতার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ,বিপুল পরিমাণ জাল ভিসা, বিমানের ১০টি জাল টিকিট, চারটি চেক বই, বিভিন্ন মোবাইল কোম্পানির ১৫টি সিম কার্ড, ২টি ভিসা কার্ডসহ নগদ তিন লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে আগস্ট মাসের ২৬ তারিখে ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলার পর তদন্তে করে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রতারকচক্রের অবস্থান নিশ্চিত হয়ে নীলফামারী থেকে রোববার প্রতারক চক্রটির মূল হোতাসহ তিনজকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারদের নিকট থেকে বিপুল পরিমাণ জাল ভিসা, জাল বিমানের টিকিট,একটি ল্যাপটপ, নগদ অর্থ, সিম কার্ড, সাদা খালি স্ট্যাম্প উদ্ধার করে।