আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের নয় দিন পর ইছামতী খাল থেকে আবু ছৈয়দ (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য গুদামের পশ্চিম পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

আবু ছৈয়দ উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে আবু ছৈয়দ আনোয়ারা থানাধীন কেজি ভবন এলাকায় অবস্থিত তার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার স্ত্রী ইসলাম খাতুন আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের বরাতে স্থানীয় ইউপি সদস্য মো: গিয়াস উদ্দিন জানান, আবু ছৈয়দ প্রায় দুই বছর আগে স্ট্রোক করলে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বুধবার তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Topics