সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ গ্রেফতার

‘অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার আকাশ হোসেনের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
আকাশ হোসেন
আকাশ হোসেন |সংগৃহীত

দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি আকাশ হোসেনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে সাভারের রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আকাশ ঢাকার নবাবগঞ্জ থানার উত্তর বালুরখন্দ এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের ৪ নম্বর সহ-সভাপতি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের অনুসারী।

সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) উম্মেহানী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা, সাভার-আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যা ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে সোমবার রাতে আকাশকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।’

এসআই আরো বলেন, ‘অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার আকাশ হোসেনের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।’