লাকসামে ক্লূলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, র‌্যাবের অভিযানে আটক ৯

লাকসামে রেললাইনের পাশে উদ্ধার হওয়া যুবকের রহস্যজনক হত্যাকাণ্ডের জট খুলতে সক্ষম হয়েছে র‌্যাব-১১। তদন্ত ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে র‌্যাব।

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Laksam
লাকসামে ক্লূলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, র‌্যাবের অভিযানে আটক ৯
লাকসামে ক্লূলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, র‌্যাবের অভিযানে আটক ৯ |নয়া দিগন্ত

লাকসামে রেললাইনের পাশে উদ্ধার হওয়া যুবকের রহস্যজনক হত্যাকাণ্ডের জট খুলতে সক্ষম হয়েছে র‌্যাব-১১। তদন্ত ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে র‌্যাব।

জানা গেছে, গত ২৫ নভেম্বর ভোরে লাকসামের গন্ডামারা এলাকায় ঢাকা–চট্টগ্রাম রেললাইন সংলগ্ন জবাইখানার পাশে মইন উদ্দিন অন্তর (১৮) নামে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। লাকসাম রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মুখ ও মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয় পুলিশ।

নিহত মইন উদ্দিন অন্তর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়ার নুরুন্নবীর ছেলে। চাঞ্চল্যকর এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নিহতের মা একটি হত্যা মামলা দায়ের করেন।

লাকসামে ক্লূলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, র‌্যাবের অভিযানে আটক ৯

এ ঘটনায় আটক ৯ জনের মধ্যে পৌরসভার গন্ডামারা এলাকার মরহুম এনায়েত হোসেনের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন ওরফে ক্যামেল (৩২), উত্তর কাদরার মোকছেদ আলীর ছেলে মিলন হোসেন ওরফে ছোট মিলন (১৫) লাকসাম পুর্ব ইউনিয়নের নরপাটি গ্রামের মো: সোলেমান খানের ছেলে মো: ইসমাইল খান (২৫), মো: বাচ্চু মিয়ার ছেলে মো: হাসান (২২) ওরফে এমআই হাসানকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়। হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা বাকি ৫ জনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। আটকদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, নিহত অন্তর স্থানীয় গন্ডামারা এতিমখানা এলাকার একটি ভাঙ্গারির দোকানে কাজ করতো। এছাড়াও সে চুরি-ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একটি অপরাধী চক্রের সাথে যুক্ত ছিলো। একই চক্রের সদস্য গ্রেফতারকৃত আসামিদের সাথে তার চোরাই মাল ভাগাভাগি ও মাদক লেনদেনে বিরোধ সৃষ্টি হয়।

ঘটনার দিন এই বিরোধের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে আসামিরা অন্তরকে হত্যা করে এবং লাশ গুমের উদ্দেশে রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, হত্যাকাণ্ডে সন্দিগ্ন চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় বাকি পাঁচজনকে পরিবারের জিম্মায় দেয়া হয়।