আড়াইহাজারে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

সকাল ১০টার দিকে উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজারে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
আড়াইহাজারে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা |ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার সমর্থনে মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, আড়াইহাজার উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম, উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম, জামায়াত নেতা সাইফুল ইসলাম, তৌফিকুর রহমান ও অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।