জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত স্বৈরাচার হাসিনার ফাঁসির রায় দিয়েছে, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশে ন্যায়বিচারের যাত্রা শুরু হলো। ইতিহাস সাক্ষ্য দেয়—যারা স্বৈরাচারের পথে হাঁটে তাদের পরিণতি কখনোই শুভ হয় না। ভবিষ্যতে যারাই হাসিনার মতো স্বৈরাচার হবে তাদের পরিণতিও একই রকম হবে।’
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ-২ আসনের টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নে জামায়াতে ইসলামী ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুল করীম বলেন, ‘জনগণের অধিকার কেড়ে নিয়ে কেউ কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। অন্যায়, নিপীড়ন ও দমননীতির ওপর ক্ষমতার ভিত্তি দাঁড়ায় না। যেই স্বৈরাচারের পথে হাঁটবে, জনগণের শক্তির কাছে তাকে একদিন জবাবদিহি করতেই হবে।’
উঠান বৈঠকে টংগিবাড়ী উপজেলার আমির মাওলানা হাবিবুর রহমান, মুন্সীগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ, সোনারং ইউনিয়ন জামায়াতের সভাপতি লিটন সরকার, সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো: মানিক, সেক্রেটারি আব্দুল মান্নান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি সাব্বির হোসেনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



