ঢাকায় বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া

ঢাকা জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরে রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন নেতা কর্মীরা।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhaka
খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া |নয়া দিগন্ত

ঢাকা জেলা বিএনপির আয়োজনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরে রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন নেতা কর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন। এত জুলুম নির্যাতন সহ্য করেও গণতন্ত্রে আপসহীন ছিলেন। গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তার নাম লেখা থাকবে।

এতে অংশগ্রহণ করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি মো: কাজী আসফাক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: ফরহাদ হোসেন খান, ধামরাই পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনসহ ঢাকা জেলা ও থানার বিভিন্ন নেতাকর্মীরা।