নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সরকার হুমায়ূন কবির ও এইচএম আনোয়ার প্রধান পরিষদ জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, ১৭টি পদে নির্বাচনের মধ্যে সরকার হুমায়ূন-আনোয়ার পরিষদ ১৬টি পদে জয়লাভ করেছে। অপরদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের একমাত্র প্রার্থী অ্যাডভোকেট আফরোজা জাহান কার্যকরী সদস্য পদে জয় পান।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান পেয়েছেন সর্বোচ্চ ৭১৮ ভোট।
এ ছাড়া বিজয়ীরা হলেন— জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার ,সহসভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া ।
কার্যকরী সদস্য পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, অ্যাডভোকেট আবু রায়হান, অ্যাডভোকেট তেহসিন হাসান দিপু এবং জামায়াত সমর্থিত অ্যাডভোকেট আফরোজা জাহান বিজয়ী হয়েছেন।