শিশুর লাশ উদ্ধার : বাবার দাবি হত্যা, মায়ের বক্তব্য দুর্ঘটনা

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে নানাবাড়ি থেকে আবিরের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Ishwarganj

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আরিফুর রহমান আবির (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন অসহায় বাবা-মা—তবে মৃত্যুর কারণ নিয়ে চলছে উভয়ের ভিন্ন ভিন্ন দাবি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে নানাবাড়ি থেকে আবিরের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবির ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মো: লিটন মিয়ার একমাত্র ছেলে।

হৃদয়বিদারক কণ্ঠে বাবা লিটন মিয়া বলেন, “আমার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে পরিবারে অনেক কলহ হতো, এমনকি সামাজিক সালিশও হয়েছে একাধিকবার। তবুও সে আমাকে হুমকি দিয়ে বলতো—‘তোর ছেলেকে মেরে ফেলবো।’ আজ আমার আশঙ্কাই সত্য হলো। আমি নিশ্চিত, ছেলেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে হত্যা করেছে সে, যাতে নিজের পথ পরিষ্কার হয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”

অন্যদিকে, মা মিতু আক্তার (৩০) বলেন, ‘সকালে ছেলে আমার সাথেই ছিল। বেলা পৌনে ১২টার দিকে আমি ওয়াশরুমে যাই। বের হয়ে দেখি আবির নেই। খুঁজতে খুঁজতে পুকুরঘাটে তার খেলনা গাড়ি পড়ে থাকতে দেখি। সাথে সাথে পানিতে নেমে ডুবন্ত ছেলেকে তুলেই হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ডাক্তাররা জানালেন, আমার আবির আর নেই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’