ঢাকার ধামরাইয়ে ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রথমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ধামরাই ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর কাছে সমাবেশ করে।
ধামরাই ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি, সহ-সভাপতি ইসরাফিল, হিকলু আহমেদ, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাফিজুর ইসলাম, কোষাধ্যক্ষ ফয়সাল আহমদ খান ও বিনোদনমূলক সম্পাদক আশুতোষ দাস ও সদস্য কাসেমসহ সমিতির অন্যান্য সদস্য।
এছাড়াও ধামরাইয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন মে দিবস পালন করছে।