বরিশালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

একেকটি বৃক্ষ একেকটি মানবিক মানুষের মতো। মানবিক মানুষ যেমন সমাজকে সুন্দর করতে সহযোগিতা করে তেমনি প্রতিটি বৃক্ষও পরিবেশ রক্ষায় অবদান রাখে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা |নয়া দিগন্ত

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা- ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নগরীর বেলস পার্ক মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব।

উদ্বোধন শেষে শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ‘গাছ আমাদের অস্তিত্বের সাথে জড়িত। নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। একেকটি বৃক্ষ একেকটি মানবিক মানুষের মতো। মানবিক মানুষ যেমন সমাজকে সুন্দর করতে সহযোগিতা করে তেমনি প্রতিটি বৃক্ষও পরিবেশ রক্ষায় অবদান রাখে। শুধু গাছের চারা রোপণ করলে হবে না, চারাগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠে সেই ব্যাপারেও সজাগ থাকতে হবে। অগোছালোভাবে চারা রোপণ না করে পরিকল্পিতভাবে রোপণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘নতুন প্রজন্মের কাছে দেশীয় গাছের চারার পরিচিতি বৃদ্ধির জন্য বৃক্ষমেলা খুবই গুরুত্বপূর্ণ। সারাদেশে মেলার আয়োজনের মাধ্যমে গাছের উপকারিতা সর্ম্পকে শিক্ষার্থীদের জানাতে চারা রোপণে উৎসাহী করতে হবে। এছাড়া বাড়ির আশপাশ এবং ছাদবাগানে ওষধি ও ফলজ গাছ রোপণ করতে হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: কবির হোসেন পাটোয়ারী, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বেলস পার্ক মাঠে শেষ হয়। র‍্যালি শেষে মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

১৫ দিনব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আগামী ১৪ আগস্ট শিল্পকলা অ্যাকাডেমিতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।