চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ভয়াবহ আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
শনিবার (২ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন মো: বক্কর, মো: ফারুক ও জেনি বেগম।
তবে কিভাবে আগুন লাগে তা জানা যায়নি।
বোয়ালখালী সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে তিনটি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সঠিক সূত্রপাত কী তা জানা যায়নি বলে তিনি জানান।